×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩৪ বার পঠিত
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি:
ফেনী জেলার ছাগলনাইয়ায় রেজিষ্ট্রেশন বিহীন চারটি সিএনজি অটোরিক্সা জব্দ করায়, ক্ষীপ্ত হয়ে কনস্টেবল ফখরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে চালকরা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ছাগলনাইয়া থানা রোডে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, টি.এস.আই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম ও ট্রাপিক কনস্টেবল ফখরুল ইসলান অভিযান চালিয়ে, লাইসেন্সবিহীন ৪ টি সিএনজি অটোরিকশা জব্দ করে মামলা দেওয়ার সময়, চালকরা ক্ষীপ্ত হয়ে কনস্টেবল ফখরুল ইসলামের ওপর হামলা করে। 

টিএসআই শহীদুল ইসলাম বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চালক রুবেলের নেতৃত্বে ৪-৫ জন চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদী হয়ে হামলাকারী রুবেলসহ অজ্ঞাত আরও চারজনের নামে অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat