এএসএম হারুন
ফেনীর পশ্চিম রামপুরে মাথায় আঘাত করে বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসারের কাছ থেকে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১০ জুলাই) সকালে রামপুর মধুপুর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জের কাকড়াতলী গ্রামের মৃত আল মামুনের ছেলে মো.সাব্বির হোসেন (২৪), একই উপজেলা জীনগাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (২২), ফেনী সদর উপজেলা ধর্মপুর এলাকার বাসিন্দা মৃত মো.বাবুর ছেলে ফয়েজ উল্লাহ রাজিম (১৯), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো.ইসলমাইল হোসেন মাছুম (২৪), দাগনভূঞার জায়লষ্কর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে মো.রেদোয়ান হোসেন হৃদয় (২১), বালিগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার আবদুল আজিজ কর্মস্থল থেকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লুদ্দারপাড় হয়ে বালিগাঁও যাওয়ার পথে পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া সিএনজি অটোরিকশা মুখোশদারী দল মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ২ লাখ ৬০ হাজার টাকাসহ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
এ জাতীয় আরো খবর..