×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৪ বার পঠিত
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি:
ফেনীর সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে চার কিশোরকে আহত করেছে এক কিশোর। 

আহতরা হলেন- ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬), নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮) ও এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭)।

সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর রাতে সাড়ে নয়টার দিকে অমিত নামের এক কিশোর নিলয়ের ফেইসবুক পোস্টে "হা হা" রিয়েক্ট কেন দিয়েছে কারণ জানতে চাইলে, একপর্যায়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে নিলয় তার পকেটে থাকা ছুরি বের করে অমিত ও তার আরো অপর তিন বন্ধুকে ছুরিকাঘাতে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের 

ফেনী ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত নিলয়কে আটক হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat