×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৯
  • ৭৩ বার পঠিত
আফনান চৌধুরী, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী বাহারচড়া উপনির্বাচন উপলক্ষে শনিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে  তৌহিদুল হক নামে এক লোক ধরা পড়ে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

নির্বাচেন দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এক জাল ভোট দিতে এসে তৌহিদুল হক নামে এক লোককে কেন্দ্রে দায়িত্বরত পুলিং- প্রিসাইডিংয়ের হাতে ধৃত করে মোবাইল কোর্টে খবর দেয়। এতে আমরা দ্রুত ওই কেন্দ্রে গিয়ে পৌঁছায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে প্রাথমিক ভাবে সিএনজি প্রতীক সমর্থক পরিচয় দিলেও তার পরনে শার্ট -প্যান্টের পকেটে আনারস প্রতীক (জসিম উদ্দিন চৌধুরী খোকন) বেশ কিছু লিফলেট পাওয়া যাওয়ার একপর্যায়ে সে আনারস প্রতীকের সমর্থক বলে জনসম্মুখে প্রকাশ্যে স্বীকার করেছে। ধৃত ব্যক্তির জাল ভোট প্রদান চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান আরাফাত ছিদ্দিকী।

এছাড়াও ৩৬ নং মধ্য ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ওই এলাকার ৭ নং ওয়ার্ডের আব্দুর রহমান এর ছেলে মোঃ সেলিম নামে টেবিল ফ্যান প্রতীকের  একজনকে আটক করা হয়েছে।

তাছাড়া দুপুর আড়াইটার দিকে মধ্য ইলশার বকসি হামিদ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সাদুর রশিদ চৌধুরীর (চশমা) প্রতীকের একটি অফিসে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। চেয়ারম্যান প্রার্থী সাদুর রশিদ চৌধুরী সমর্থকরা বলেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছিল, এরই মধ্যে জাল ভোট দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এম বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রঃ করিম ভান্ডারীর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে এসে প্রকাশ্যে চশমা মার্কার অফিসে ভাংচুর তান্ডব চালিয়েছে বলে জানান তারা। এসময় টেবিল ফ্যান সমর্থকরা গুলি ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টি করেছে বলেও প্রত্যক্ষদর্শ সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat