রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ বহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ড হেফাজতে ইসলাম বাংলাদেশ বহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে সমাবেশে বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং নুরে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বহরপুর নূরানী মাদ্রাসার মুহতামিম মুফতি মোখলেসুর রহমান, অংকুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল জব্বার হুসাইনী, চর বহরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ ইদ্রিস আলী, বালিয়াকান্দি উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ বকুল, মাওলানা হাসান মাহমুদ, মাওলানা আব্দুল হাই, ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের শুরু করা হয়। প্রতিবাদী ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মাসুদুর রহমান।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ দেশের মধ্যে সন্ত্রাসী সংগঠন ইসকনের উস্কানিদাতা নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ফাঁসির দাবি ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।
এ জাতীয় আরো খবর..