এহসানুল মাহবুব সাজিদ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) শেখ জাহিদ হাসান প্রিন্স ময়মনসিংহ বিভাগের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভেতর অক্টোবর মাসের সামগ্রিক মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ময়মনসিংহ বিভাগের ৩৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেতর তিনি সার্বিক মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, গতকাল কমিশনার অফিসের মাধ্যমে আমাকে বিষয়টি অবগত করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমি সব সময় জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে গেছি, কর্তৃপক্ষ আমার প্রচেষ্টাকে গ্রহণ করে মূল্যায়ন করেছে জেনে ভালো লাগছে। গত মাসে আমি আমার উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের ইউডিসিকে ল্যাপটপ দিয়েছি, ইন্টারনেট সংযোগ প্রদান করেছি সবাইকে ভালো কাজ করার জন্য নিয়োমিত মনিটরিং করেছি। সেসব কাজের মূল্যায়ন করেছে সম্ভবত। তিনি এক প্রতিক্রিয়ায় জানান ভালো কাজের স্বীকৃতি পেলে ভালো কাজের আগ্রহ বৃদ্ধি পায় এই স্বীকৃতি আমাকে কাজের গতি বৃদ্ধিতে সহায়তা করবে।
এ জাতীয় আরো খবর..