মোঃ নাজমুল হুদা,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া এলাকার ইলিয়াছ এর ব্রিক ফিল্ড সরকারি নির্দেশ লংঘন করে ইটভাটা কার্যক্রম সম্পাদনের দায়ে অভিযান ও জমিমানা করা হয়েছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতুর নেতৃত্ব দেন।
সেক্ষেত্রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু। এ সময় অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..