খন্দকার মোহাম্মাদ আলী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচি উপজেলার অসহায় হত দরিদ্রদের মাঝে অনুদানের অর্থ তুলে দিলেন দাতা প্রতিষ্ঠান। আটটি পরিবারে মাঝে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সহায়তা অনুদানের অর্থ তাদের নিজ নিজ ব্যাংক এ্যাকাউন্টে মাধ্যমে (প্রতিজন ব্যক্তি ১ লক্ষ ৫ শত ৪৯ টাকা) গ্রহণ করেন।
এই অর্থ দিয়ে তাদের লেখা পড়া ও জীবন জীবিকার কাজে ব্যয় করতে পারবে। এতে করে সুবিধাভোগীরা সকলেই খুশি ও আনন্দিত।
জানা যায় বেলকুচি উপজেলায় সুবর্ণসাড়া গ্রামে নুর ন নাহারের বাবা আতাহার আলী গত.দুই বছর পূর্বে মারা যাওয়ার পর পরিবারে কর্মক্ষম আর কোনো লোক না থাকা অসহায় হয়ে পরে পরিবারটি। তিন বোনের মধ্যে নুর নাহার সুবর্ণসাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। অর্ধাহারে অনাহারে থেকে কোনো রকমে দিন চলে তাদের। এমতাবস্থায় উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনে সমন্বয়কারী মোহাম্মাদ আব্দুল হাকিম মন্ডল তাদের বিষয়টি শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানায়। তাদের প্রচেষ্টায় এবং পরিবারের অবস্থা বিবেচনা করে আটটি পরিবারের মধ্যে নুর নাহার কে ১ লক্ষ ৫ শত ৪৯ টাকা বেসিক ব্যাংক লিমিটেড বেলকুচি শাখা মাধ্যমে অনুদানের অর্থ প্রদান করেছে।
বর্তমানে নুর নাহারের মা জানান মেয়ের লেখা পড়ার বিষয়ে একটু হলেও স্বস্তি ফিরে পেয়েছেন এবং তাদের প্রতি কৃতক্ততা প্রকাশ করেছেন।
এবিষয়ে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন আব্দুল হাকিম মন্ডল জানান বেলকুচিতে ইতিপূর্বে অনেক পরিবারকে আর্থিক সহায়তা শীতকালীন বস্ত্র বিতরণ, হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ, বিশুদ্ধ পানি ব্যবস্থা ও গ্রাম্য শালীশের মাধ্যেমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করাসহ গরিব ছাত্র-ছাত্রীদের সহায়তা করা ভিক্ষুকদের পূর্ণবাসননের কার্যক্রম চলমান রেখে সামাজিক উন্নয়েন অগ্রনী ভূমিকা পালন করছি এলাকা সেচ্ছাসেবীদের নিয়ে। আমরা আশাবাদী আগামীতে জনস্বার্থে নানা প্রকার উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়া স্থানীয়রা জানান নুর নাহারে বাবা মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পরে এমতাবস্থায় মোহাম্মাদ হাকিম মন্ডলের প্রচেষ্টায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তা নিয়ে অসহায় ব্যক্তিদের সহায়তা দিয়ে থাকেন। আমরা তার এই কাজের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যেন আরো অসহায়দের সাথে থাকতে পারেন।
এব্যাপারে সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আবু বক্কর সিদ্দিক জানান নুর নাহার আমার স্কুলে ২য় শ্রেনীর ছাত্রীর তার বাবা মারা যাওয়ার পর লেখাপড়া করা অনিশ্চিত হয়ে পরে। এসময় তাদের গ্রামে আব্দুল হাকিম মন্ডল একটি দাতা প্রতিষ্ঠানের নিকট থেকে লক্ষ্যাধিক টাকা অনুদান দিয়েছে শুনে অনেক ভালো লাগছে । আগামীতে এইরুপ অসহায় পরিবারদের কল্যাণে সমাজসেবকরা এগিয়ে আসবে এটাই প্রত্যাশা করি। নুর নাহারকে সহায়তা করার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাকিম মন্ডল সহ দাতা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষে।
এ জাতীয় আরো খবর..