×
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ৫০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : মাহাবুল ইসলাম আবির
নিউজ ২৬ শে নভেম্বর ২০২৪. নারায়ণগঞ্জে ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।এদিকে মামলার শুনানির জন্য জাকির খানকে আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তার কারণে জাকির খানকে আদালতে তোলা হয়নি।


বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, নিরাপত্তা জনিত কারণে জাকির খানকে আদালতে তোলা হয়নি। আজ মামলাটির যুক্তিতর্ক হয়েছে। আগামী তারিখে বাকি যুক্তিতর্ক হবে।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন বলেন, আজ সাব্বির আলম হত্যা মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য্য ছিল। জাকির খানের পক্ষে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় যুক্তি তর্ক উপস্থাপন করেছি। ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছি। বাকি যুক্তিতর্ক আগামীকাল হবে।


তিনি আরও বলেন, মামলায় সাব্বির আলমের ভাই-বোন ও ভাইয়ের স্ত্রী ছাড়া বাকি সব সাক্ষী ও জব্দ তালিকার সাক্ষীরা সবাই বলেছে, তারা এ বিষয়ে জানেনা। এ বিষয়গুলো আদালতে উপস্থাপন করেছি। এই মামলা আরও এক বা দুই দিন চলতে পারে। এরপর আশা করি আমরা (জাকির খান) মামলা থেকে খালাস পাবো। এই মামলা থেকে খালাস পেলে আমাদের আসামির মুক্তি পেতে আর কোন বাধা থাকবে না। আজকে মামলার এই পর্যায়ে জামিন চাওয়ার সুযোগ নেই।

এর আগে মঙ্গলবার সকাল থেকে জাকির খানের মুক্তির দাবিতে আদালতপাড়ায় শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার , সলিমুল্লাহ করিম সেলিম, সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat