মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী জেলা প্রতিনিধি
বুধবার (২৭ নভেম্বর) রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে
মানববন্ধন করেছে সাবেক বিডিআর'র চাকুরিচ্যুত সদস্যরা। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।
মানববন্ধনে অংশগ্ৰহণকারিরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচারসহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধারদেনার বেড়াজালে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্থ সকল বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষাকারি বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে হবে।
দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ ১৫ বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।
এ জাতীয় আরো খবর..