সংবাদদাতাঃ মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো চীফ
রাজশাহী শহরের ফ্লাইওভারের কাজের ধীরগতির কারণে রেলগেট, বর্ণালী, ঘোড়া চত্বর, বহরমপুর সহ শহরের মেইন মোড় গুলোর বেহাল অবস্থা, প্রতিনিয়ত বেড়ে চলেছে যানজট, বেড়ে চলেছে জনগণের দুর্ভোগ। কোথাও কোথাও উঠেছে ওভার ব্রিজের আংশিক পাইলিং আবার কোথাও চলছে ধীর গতিতে নির্মাণ কাজ। সামান্য বৃষ্টিতেই জমছে পানি সবখানে এবড়ো-থেবড়ো, ফলে বেড়েছে নাগরিক বিড়ম্বনা।
সেই সাথে অটোরিকশা, চার্জার গাড়ির যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া। সময়মতো পৌঁছাতে পারছে না গন্তব্যে, দিন দিন মানুষের দুঃখ কষ্ট ভোগান্তি বেড়েই চলেছ। একসময়ের ঝকঝক শহরের সৌন্দর্য ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকার ও কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করে রাজশাহীবাসী।