×
সদ্য প্রাপ্ত:
হাইওয়ে পুলিশের সামনে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা সরাইলে ৭টি ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার ধুম বাংলাদেশ গণধিকার পরিষদ এর ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আহবায়ক কমিটি গঠন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ ঘন্টার ব্যবধানে ৩ জন নিহত" ময়মনসিংহ ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসে পরিবর্তনের হাওয়া, সরকার নির্ধারিত ফিতে হচ্ছে দলিল মানিকগঞ্জে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ধামরাইয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম সুজনের জন্মদিন পালন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ মা'কে বলেছিলেন নাঈম, বনভোজন শেষে বাড়ি ফিরবো, ফিরেছেন ঠিকই তবে নিথর দেহ হয়ে বাংলাদেশের আরেকটি সম্ভবনাময় বৃহৎ আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ১২ বার পঠিত
মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নজরুল ইসলাম ও রবিজুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে উভয়কে ১০ হাজার টাকার করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীদের অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন,মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ খাসেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে নজরুল ইসলাম (৩৬) এবং টাঙ্গাইলের নাগরপুরের আবুল হোসেনের ছেলে রবিজুল ইসলাম (৩২)।

এজহারপত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ পৌরসভার নগরভবন এলাকা থেকে নজরুল ইসলাম ও রবিজুল ইসলামকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তরের একটি দল। পরে তাদের শরীরে তল্লাসী চালিয়ে ৫০গ্রাম করে ১00 শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এঘটনায় পরের দিন ৩০ এপ্রিল মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এই মামলার বাদী ছিলেন পরিদর্শক মোহাম্মদ সাইফুর রহমানভূঁইয়া মামলার চার্জশিট নম্বর ১৫১ তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক এস.আই সাইফুর রহমান তদন্ত শেষে তাদেরকে অভিযুক্ত করে ২০২১ সালর ২৭মে আদাল চার্জশিট দাখিল করেন। মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ৬জন ব্যক্তির স্বাক্ষগ্রহণ শেষে দোষি প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালত বিচারক তাদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে তাদেরকে ১০ হাজার টাকার করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরতাজ আলম বাহার বলেন,দন্ডিত আসামীরা জামিনে পলাতক আসেন এবং যেদিন তাদের গ্রেফতার করা হবে।সেদিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে।

তবে এবিষয়ে আসামী পক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহাম্মেদ ও শফিকুল ইসলামের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat