মোঃ সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে সকল প্রকার দলিল।ফুলবাড়িয়া সাব রেজিস্টার অফিসে সকল ক্রেতা এবং বিক্রেতাদের বার বার অবহিত করা হচ্ছে সরকারি ফি ব্যাতীত কাওকে কোন প্রকার টাকা না দেওয়ার এবং দালাল থেকে সাবধান থাকার জন্য। ফলে স্বস্তি এসেছে দাতা, গ্রহিতা ও সেবা নিতে আসা ফুলবাড়িয়া বাসির মাঝে। দেখা যায় সরকারি ধার্যকৃত ফিতে নেওয়া হচ্ছে হেবা দলিল,নেই কোন দালালদের দৌরাত্ব।ফুলবাড়িয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ওমর ফারুক বলেন মানুষ যাতে হয়রানির শিকার ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অফিস চলাকলীন সময়ে সর্বক্ষণিক সতর্ক বার্তা প্রদান করা হচ্ছে। পরামর্শ দেওয়া হচ্ছে দালাল থেকে সাবধান থাকার। অফিসের সকল দলিল সরকারি ফির মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।ফুলবাড়িয়া উপজেলার সাব রেজিস্ট্রার ওমর ফারুক বলেন আমি আপনাদের মাধ্যমে উপজেলা বাসির উদ্দেশ্য বলতে চাই অফিসের কেউ যদি সরকারি ফি ব্যাতীত টাকা দাবি করে তাহলে আমাকে সরাসরি অবহিত করবেন।আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসকে একটি দালাল মুক্ত, পরিচ্ছন্ন ও দূর্নীতি মুক্ত সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
এ জাতীয় আরো খবর..