এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বুড়িচংয়ের নিমসারে অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি কুমিল্লার অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী গাড়ী চালকদের বিশ্রামাগার নিমসার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার ও নারীদের আটক করা হয়।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং নিমসার বাজার সংলগ্ন গাড়ী চালকদের বিশ্রামাগারের সামনে তল্লাশি অভিযান চালায়। কুমিল্লা হতে ঢাকাগামী একটি বাসে মালামালের বাক্সে তল্লাশি করার সময় একটি বাজারের ব্যাগে কুমড়া শাক দিয়ে ঢাকা অবস্থায় তল্লাশি করে ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজা পাচারে সংশ্লিষ্টতার দায়ে জাহানারা (৫০) নামে এক নারী আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে।
একই বাস তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামে একজন আসামিকে আটক করা হয়। জুবেদা বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।
আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি উপ- পরিচালক।
এ জাতীয় আরো খবর..