মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে শক্তিশালী খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার চর শিবালয় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।
অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার হানিফ মল্লিকের ছেলে সাইদুল ইসলাম, সফিকুল ইসলামের ছেলে রুবেল আহামেদ, ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকার হান্নানের ছেলে রাকিব চৌধুরী ও নড়াইল জেলার লোহাগড়ার লাহড়ীরা এলাকার দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, মঙ্গলবার চরশিবালয় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন অসাধু কিছু ব্যবসায়ী। অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে নদীর পারে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে কেউ জড়িত হলে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..