×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল ও মাদকসহ আটক-১ একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার,গুলিবিদ্ধ —১ নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ মানিকগঞ্জের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার আমতলীতে ৭ হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনা রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনুল করীমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ুন—শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ১৩ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে দৈনিক প্রথম আলো কার্যালেয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয়ের সামনে প্রথম আলো লেখা সংবলিত সাইনবোর্ডটি ভাঙচুরের পর খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরের বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের প্রথম আলো সাইনবোর্ড ভেঙে উল্লাস করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোর রাজশাহীর ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘কার্যালেয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে আগুন দিয়েছে তারা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টি মোড়ে সমাবেশ করে তারা। তবে এ ঘটনায় আমাদের কোনও সংবাদকর্মী আক্রান্ত হননি।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আলেম-ওলামা’ ও ‘তৌহিদী জনতার’ ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ এবং ‘জিয়াফত’ অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে দুপুরে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করে। একপর্যায়ে তারা প্রথম আলোর কার্যালয়ের গেটে হামলা করে। কার্যালয়ে ঢোকার মুখে লাঠি দিয়ে আঘাত করে এবং কয়েকটি ইট ছুড়ে মারে তারা।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‌‘প্রথম আলো কার্যালয়ের সাইনবোর্ড পুড়িয়ে ফেলার ঘটনা আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে রবিবার বিকালে রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রথম আলোকে ‘ভারতপন্থি’ আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় রবিবার কাওরান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয় তারা। দুপুর ১২টা থেকে এ কর্মসূচি পালনে ছোট ছোট দলবেঁধে বিক্ষোভকারীদের সেখানে আসতে দেখা যায়। বিকালে জড়ো হওয়া ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেঁধে যায়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।

গত কয়েকদিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরোধিতা করে এমন কর্মসূচি দিচ্ছে একদল লোক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করতে দেখা যায় তাদের একটি অংশকে।

এদিকে রাজধানীর পর রবিবার চট্টগ্রাম নগরেও প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়েছে। সেইসঙ্গে চট্টগ্রাম কার্যালয়েও হামলার চেষ্টা চালানো হয়েছে। সোমবার একই বিষয় নিয়ে বরিশালে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একদল মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat