×
সদ্য প্রাপ্ত:
একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার,গুলিবিদ্ধ —১ নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ মানিকগঞ্জের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার আমতলীতে ৭ হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনা রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনুল করীমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ুন—শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সম্পাদক মানিক- কমিশনার ইয়াকুব
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৫ বার পঠিত
জাহিদ খান( কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি)

কুড়িগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ পৌরসভা নাগেশ্বরী। প্রশাসনিক সুবিধা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা হিসেবে ঘোষণা করা হলেও বাস্তবিক উন্নয়নের চিত্র একেবারেই হতাশাজনক। নাগেশ্বরী পৌর এলাকার সাধারণ মানুষের দাবি, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি।

নাগেশ্বরী পৌর এলাকার প্রধান সমস্যাগুলোর একটি হলো রাস্তা-ঘাটের বেহাল অবস্থা।পৌর সভার মধ্যস্থল ৪ নং ওয়ার্ড।এই ওয়ার্ডের অধিকাংশ রাস্তা চলাচল অনুপযোগী। বিশেষ করে বাজার রোড থেকে নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ডি এম একাডেমি যাওয়ার সংযোগ রাস্তা সামান্য বৃষ্টি তেই হাটু জল বেধে যায়।একই ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কোনো রুপ গণ পরিবহন যেতেই চায় না।বাজার রোড থেকে নাগেশ্বরী পুরাতন বাজার যাওয়ার রাস্তা যেটি গোলাবাড়ি রাস্তা নামে পরিচিত তার অবস্থা এতোটাই খারাপ যে পায়ে হেটে যেতেই অত্যন্ত সর্তকতা অবলম্বন করতে হয়।সিনেমা হল সংলগ্ন কামার পাড়া রাস্তা,কলেজ পাড়ার রাস্তা,কোনোটিই চলাচলের উপযুক্ত নয়।একই ওয়ার্ডের কেরামতিয়া উচ্চ বিদ্যালয় থেকে কালিগঞ্জ গামী রাস্তা,বেরুবাড়ী গামী রাস্তার অবস্থান বর্ণনাতীত। 

পৌর সভা সহ উপজেলা পরিষদ এর সকল অফিস আদালত ৫ নং ওয়ার্ডে অবস্থিত।এই ওয়ার্ডের হাসপাতাল থেকে শিশু বিতান, বিদ্যুৎ পাড়া মোড় থেকে আদর্শ বালিকা বিদ্যালয় রাস্তা,উপজেলা চত্বর থেকে নাগেশ্বরী সরকারি কলেজ যাওয়ার রাস্তা  চরম বেহাল অবস্থায় রয়েছে।

অধিকাংশ সড়কই খানাখন্দে ভরা। বর্ষাকালে সড়কগুলো জলাবদ্ধ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষ এবং সাধারণ জনগণ দুর্ভোগ পোহাতে বাধ্য হয়।

পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের একটি প্রকল্প প্রায় ৫ কোটি টাকায় আরম্ভ হয়ে প্রতিটি ওয়ার্ডে সরবরাহ পাইপ প্রতিস্থাপন করা হলেও অজানা কারনে তা প্রায় ৪ বছর থেকে স্থবির হয়ে রয়েছে।

পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অবস্থাও নাজুক।অপরিকল্পিত ভাবে কিছু ড্রেন নির্মান করা হয়েছে।যা প্রয়োজনের তুলনায় সরু।যথাযথ ভাবে নির্মান কাজ না হওয়ায় তাও ভঙ্গুর প্রায়।সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মশার প্রজনন বাড়েছে বলে অভিজ্ঞ জন মত প্রদান করেন।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও পৌর কর্তৃপক্ষের ব্যর্থতা স্পষ্ট। সঠিক বর্জ্য অপসারণ না হওয়ায় রাস্তাঘাট ও জনবহুল এলাকা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ থেকে দুর্গন্ধ এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়।

পৌর এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, তাদের দাবি-দাওয়া ও প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদান নিয়ে পৌর কর্তৃপক্ষ উদাসীন। বাজেট বরাদ্দ ঠিকমতো ব্যবহার না হওয়ায় নাগরিক সেবার মান বৃদ্ধি পাচ্ছে না।

সুধিজন পরিচ্ছন্ন ও জন বান্ধব পৌর সভা হিসেবে এই পৌর সভাকে উন্নীত করতে পরামর্শ হিসেবে বকেন-
১. রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার করা।
২. বিশুদ্ধ পানি সরবরাহের জন্য উন্নত পানির প্রকল্প গ্রহণ।
৩. নিয়মিত বর্জ্য অপসারণের জন্য আধুনিক পদ্ধতি চালু করা।
৪. স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী কার্যকরী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।


নাগেশ্বরী পৌরসভা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত উত্তর ধরলার একমাত্র পৌরসভা। ৮ জুলাই ২০০১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ০৯টি ওয়ার্ড, ৪২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই বিশাল পৌর সভা।

নাগেশ্বরী পৌরসভার উন্নয়ন সময়ের দাবি। কর্তৃপক্ষের সদিচ্ছা ও কার্যকরী উদ্যোগ ছাড়া নাগরিক দুর্ভোগের সমাধান সম্ভব নয়। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat