×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ১৩ বার পঠিত
জাহিদ খান( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার 
সোনহাট স্থলবন্দর ব্যবসায়ী সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করাকে কেন্দ্র করে কুড়িগ্রাম  জেলা বি এন পি র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান (রানা) এর বিরুদ্ধে
প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগে সাধারণ ডায়রী দায়ের করেছেন সদ্য গঠিত সমিতির আহবায়ক মোঃ ইফতেখারুল ইসলাম (শ্যামা)।

ঘটনার বিষয়ে মোঃ ইফতেখারুল ইসলাম (শ্যামা) তার সাধারণ ডায়রীতে লিখেন- গত ২৭/১১/২০২৪ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সোনাহাট স্থল বন্দর আমদানী রপ্তানি কারক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা পূর্বক আমাকে আহবায়ক করে ৩৯ সদস্য বিশিষ্ট  এ্যাডহক কমিটি ঘোষনা করে পূর্বের কমিটির দায়িত্ব শীল গণ সমিতির কাগজ পত্র ও অফিস কক্ষের চাবি আমাকে হস্তান্তর করে। সভাশেষে  সকলকে চা আপ্যায়ন অন্তে সদস্যানকে লইয়া অফিস কক্ষে কিছুক্ষণ ব্যবসা বিষয়ক দিকনির্দেশনা মূলক আলোচনা করে,অফিস কক্ষ বন্ধ করে দুপুর ২:০০ ঘটিকার সময় ভুরুঙ্গামারীর উদ্দেশ্যে আসার পথে পাটেশ্বরী ব্রীজের পশ্চিম পার্শ্বে একটি সাদা প্রাইভেট কারে মোঃ সাইফুর রহমান রানা (৭০), পিতা মৃত: আলহাজ্ব মনছুর আলী, নাগেশ্বরী, কুড়িগ্রাম কে তার কিছু লোকজন নিয়ে সোনাহাট স্থল বন্দরের দিকে যেতে দেখি।আমি ভূরুঙ্গামারী পৌঁছে মোবাইল ফোনে জানতে পারি মোঃ সাইফুর রহমান রানা সোনাহাট পৌঁছে তার হুকুমে কিছু সন্ত্রাসী ছেলে দিয়ে আমার সমিতির সদস্য মোঃ আব্দুল লতিফ (৪০), পিতা মৃত- সুরুজ আলী ব্যাপারী, গ্রাম: মধ্য ভরতের ছড়া, ডাকঘর: বাংলা সোনাহাট, উপজেলা: ভূরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম আমদানী ও রপ্তানি কারক ব্যবসায়ী কে ক্যাম্পের মোড়ে একা পেয়ে চর থাপ্পর ও লাঞ্চিত করেন এবং বাজারে প্রকাশ্যে হুমকি দেয়,আজকের আমদানী রপ্তানি কারক সমিতির গঠিত কমিটি মানিনা, আগামী কাল ২৮/১১/২০২৪ইং আমি সোনাহাট স্থল বন্দরে লোকজন নিয়া উপস্থিত হয়ে আমার লোক দিয়ে আবার একটি কমিটি ঘোষনা করব। আমার কমিটি কেউ না মানলে আমার লোকজন দিয়ে তার হাত পা কেটে ফেলবো। এমনকি জানে মেরে ফেলার হুমকিও দেন বলেও তার অভিযোগ পত্রে উল্লেখ করেন।
তিনি বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি ভূক্ত করে রাখার প্রয়োজন বলেও উল্লেখ করেন।

সাধারন ডায়েরি- জিডি ট্রাকিং নং-2SNTB5
জিডি নং-১৪০৪,তারিখ-৩০/১১/২০২৪।

উল্লেখ্য - সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানি কারক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন কে কেন্দ্র করে  গত ২৮ নভেম্বর বি এন পি র দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলা অবনতি ঘটার শংকা থেকে  উপজেলা নির্বাহী অফিসার সোনাহাট স্থল বন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিলেন।

সাধারণ ডায়েরীর বিষয়ে ভুরুঙ্গামারী থানা ইনচার্জ মো: মুনিরুল ইসলাম কে মুঠোফোন এ জিজ্ঞাসা করলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন-এ সংক্রান্ত  একটি সাধারণ ডায়বী পেয়েছেন।তদন্ত স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এর জন্য নথিভুক্ত  করা হয়েছে।

ভুরুঙ্গামারী তে বি এন পি র দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারনে জনমনে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বলে এলাকার সুধীমহল মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat