স্বাধীনবাংলা,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আড্ডা সড়কে
এক নাম পরিচয়হীন পাগলের
লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর
থানা পুলিশ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, নাম পরিচয়হীন এ পাগল আজ বৃহস্পতিবার সকালের দিকে কোন এক সময় সড়ক দূর্ঘটনায় মারা যায়। তবে কি সে দূর্ঘটনা ঘটেছে তা জানা যায় নি। রহনপুর আড্ডা সড়কের মিশন মোড় নামক স্থানে রাস্তার পার্শ্বে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার সকাল ৯ টায় গোমস্তাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, লাশটি বেওয়ারিশ হিসাবে দাফন করা হবে।