এম উজ্জ্বল, নালিতাবাড়ী প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমূখর পরিবেশে পালনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এডভোকেট সুধাংশু কালোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার সাবেক আমির ডা: শাহাদাৎ হোসেন, উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, প্রচার সম্পাদক আয়ুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের।
এসময় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিরন দত্ত,শংকর পাল,সুকুমার বর্মন প্রমূখ। এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের কথা শুনেন ও সকল পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় আলোচকরা আরও বলেন, সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে আমাদের একত্রিত হয়ে এদেশের জন্য কাজ করে যেতে হবে।