মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের একটি ব্রীজ কাল হয়ে দাঁড়িয়েছে ১৫০ পরিবারের।
"শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন"
এই স্লোগানকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক নির্মিত হয় এই ব্রীজটি ২০১৬/ ১৭ অর্থ বছরে।চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুসা হাওলাদার বাড়ির পূর্ব পাশে ৪০ ফুট ব্রিজ নির্মাণ করা হয়। ব্রীজটি প্রকল্প উদ্বোধন করেন ভোলা দুই আসনের সাবেক এম পি আলী আজম মুকুল ও দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুর আলম খান।
দীর্ঘ সাত বছরে মানুষ ব্রীজ এর সুবিধা থেকে বঞ্চিত বরং অসুবিধাই হচ্ছে বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী আরো জানান আগে যেই ব্রীজটি ছিল সেই ব্রীজ দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম কিন্তু ওই ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ভেঙে নতুন করে ব্রীজ করে দিয়েছে আমাদের সুবিধার জন্য কিন্তু এখন দেখি অসুবিধাটাই বেশি হয়েছে। চলাফেরা করা যায় না বাচ্চারা স্কুলে যেতে পারে না, বৃদ্ধরা চলাফেরা করতে পারেনা, কোন মানুষ অসুস্থ হলে হসপিটালে নেওয়া যায় না। আবার অনেকেরই পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে যাওয়ার মত দুর্ঘটনাও ঘটেছে। বাজার করে মাথায় নিয়ে বাড়ি ফিরতে হয়। এখন আমাদের একটাই দাবি বর্তমান সরকার যেন আমাদের এই ব্রীজটি সংস্কার করে দেয় যেনো ব্যবহারের উপযোগী হয়।
এ বিষয়ে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা" নিয়তি রাণী কৈরী" বলেন ব্রীজটির বিষয়টি আমি অবগত নয়, তবে সরজমিনে গিয়ে পরিদর্শন করে মানুষের চলাচলের উপযোগী করে দেব।
এ জাতীয় আরো খবর..