ষ্টাফ রিপোর্টারঃ এই বাংলাদেশে অনেক রক্তের বন্যা বয়েছে। সাম্প্রতিককালের ঘটনায় যদি দেখি সেই ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, ৫২ সালে ভাষা আন্দোলন থেকে ৬২ সালে ছাত্রআন্দোলন ৬৯ এর আন্দোলনের ফলে ৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০ সালের গণঅভ্যাুত্থানে এরশাদ সরকারের পতন, ২৪ সালে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে খুন, গুম এর প্রতিবাদে ১ দফাদাবীতে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের পতন ছিলো ছাত্রদের সাহস, আবেগ । ছাত্ররা বুকে পেতে একজন গুলি খেয়েছে আর সবাই মিলে সামনের দিকে এগিয়ে গেছে। । কথাগুলো বলেন ময়মনসিংহ নবাগত রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুর রহমান । তিনি আন্দোলনে ছাত্র জনতা ও সকল পুলিশ সদস্য নিহতদের আত্বার মাগফেরাত কামনা করেন, যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানান। পুলিশ কে দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে আনতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার আহবান জানান তাদের লিখার মাধ্যমে। জনগনের আস্থা পুলিশের প্রতি সেই গুলি রিভিউ করা। যেসব পুলিশ কাজে যোগদানে অনিহা প্রকাশ করছে তাদের কে জাগিয়ে তোলা। আমরা সমাজের সুশীল ব্যাক্তিগন,সাধারন নাগরিকদের সাথেও মতবিনিময় সভা করবো। এখন থেকে পুলিশ বাদী হয়ে কোন মামলা করবেনা। আপনারা মামলা করবেন আমরা তদন্ত করে যদি প্রমানিত হয় তবেই আসামী ধরবো এর আগে ধরা যাবে না।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন পুলিশ ও গণমাধ্যমকর্মী একে অপরের পরিপুরক, আমরা সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে প্রস্তুুত। আমাদের সম্পর্ক সবসময় পারিপাশ্বিক ও সৌহাদ্যপূর্ণ থাকবে। আমরা আপনাদের সকল ধরনের জানমালের নিরাপত্তার রক্ষার্থে আপনাদের পাশে নিয়ে কাজ করতে চাই । সোমবার ৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ লাইন শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড ( কল্যাণ শেড ) এ রেঞ্জ ময়মনসিংহের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সদর সার্কেল এএসপি শাহীনুর ইসলাম ফকিরের সঞ্চালনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আয়ুব আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, হোসাইন সাঈদ, নজরুল ইসলাম, সামসুল আলম খান গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন।
এ জাতীয় আরো খবর..