নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের নিজপাড়ায় শতাধিক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন।
পৌর জামায়াতের সেক্রেটারি আল হেলালের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য ও কোরআনের দারস পেশ করেন পৌর জামায়াতের আমীর দীন মোহাম্মদ মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ ডাক্তার আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোমেনসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে পুনরায় স্বাধীন হয়ে স্বাভাবিকভাবে আমরা ইসলামের দাওয়াতি কাজ করতে পারছি এজন্য এই আন্দোলনের সকল শহিদদের জন্য মহান রবের কাছে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস কামনা করছি। যারা এই আন্দোলনে আহত অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন উক্ত সম্মেলন থেকে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসলামি আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আল কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক বৃদ্ধি ও সামাজিকভাবে সকল ক্ষেত্রে জামায়াতের সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোরআনের আলোকে জীবন গড়ার প্রত্যয় নিয়ে সমাজ ও রাষ্ট্রের যেকোন কাজে ঝাপিয়ে পড়তে হবে। সৎ দক্ষ ও আদর্শ নাগরিকরাই পারবে আগামীদিনে একটি আদর্শ ও দেশপ্রেমিক জাতি গড়তে।
দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে শতাধিক কর্মীদের নিয়ে সম্মেলন করলো জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভা।
এ জাতীয় আরো খবর..