×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ৬৫ বার পঠিত
কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধিঃ 

পটুয়াখালীর কুয়াকাটায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দিন মোল্লার উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন পরিষদ কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা পরিষদের কক্ষে বসে অফিসিয়াল কাজ করছিলেন। এমন সময় কতিপয় দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা করে একটি পা ভেঙে দেয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল শিকদার ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুল আহত হয়। এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে আনছার উদ্দিন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে গুরুতর আহত আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘আমি অফিসে বসা অবস্থায় বিএনপির নেতৃত্বে ৪০/৫০ জন লোক এসে আমার উপর হামলা চালায়। এতে আমার একটি পা ভেঙ্গে যায়। পরে প্রশাসন এসে আমাকে উদ্ধার করে।’

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ‘পরিষদের সামনে থেকে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাসেল শিকদার ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুলের উপর আওয়ামী লীগের নেতৃত্বে হামলা হয়। এসময় আমাদের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। শুনছি আনছার মোল্লা ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবে তার উপরে কেউ হামলা চালিয়েছে কিনা এ বিষয়ে আমি জানিনা।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আনছার উদ্দিন মোল্লার উপরে লোকজন হামলা চালাচ্ছে এমন খবরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat