কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দিন মোল্লার উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন পরিষদ কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা পরিষদের কক্ষে বসে অফিসিয়াল কাজ করছিলেন। এমন সময় কতিপয় দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা করে একটি পা ভেঙে দেয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল শিকদার ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুল আহত হয়। এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে আনছার উদ্দিন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে গুরুতর আহত আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘আমি অফিসে বসা অবস্থায় বিএনপির নেতৃত্বে ৪০/৫০ জন লোক এসে আমার উপর হামলা চালায়। এতে আমার একটি পা ভেঙ্গে যায়। পরে প্রশাসন এসে আমাকে উদ্ধার করে।’
লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ‘পরিষদের সামনে থেকে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাসেল শিকদার ও যুবদলের সাংগঠনিক সম্পাদক এমাদুলের উপর আওয়ামী লীগের নেতৃত্বে হামলা হয়। এসময় আমাদের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। শুনছি আনছার মোল্লা ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবে তার উপরে কেউ হামলা চালিয়েছে কিনা এ বিষয়ে আমি জানিনা।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আনছার উদ্দিন মোল্লার উপরে লোকজন হামলা চালাচ্ছে এমন খবরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ জাতীয় আরো খবর..