শায়েক আহমদ কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল মিল্লাত ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা এবং তানযীমুল মিল্লাত গার্লস হিফয মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ১১ আগষ্ট (রবিবার) বিকেলে কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথায় অবস্থিত অত্র মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমপারা বিভাগ থেকে অংশগ্রহণ করেন যথাক্রমে আবিদা সুলতানা আইওয়া, আব্দুল্লাহ ওমর, আবদুল আইয়ান,আশরাকাত আফরোজ আলিফা, এবং সোয়াত বিনতে আতিক। হিফয বিভাগ থেকে অংশগ্রহণ করেন তাওসিফ কামাল আসিফ, সিহাম সুলতানা,তাসকিন তাহের, হুজুফা বিন আমির, তাহমিদা আক্তার, তাসমিয়া হোসাইন মুন,আফরিন শওকত,সাজা সেলিম, তাজকিয়া হান্না এবং ফারিহা বিন মেহফুজ। নাজেরা বিভাগ থেকে অংশগ্রহণ করেন যথাক্রমে আনোয়ার হোসেন, রাহী মনি, তাসফিক আহমদ, মোঃ ওসমান ইফতি নাঈম, রাশেদুল হক সানির,ছানাদ সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন।
উক্ত সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সন্মানিত উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কামিল মাদরাসার সন্মানিত আরবী প্রভাষক হাফেজ মাওলানা তানভীর আহমেদ নাছেরী,দারুল ইসলাহ মডেল হিফয মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও রিয়াজুল কুরআন মডেল হিফয মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন,এবং আরো উপস্থিত ছিলেন দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শায়েক আহম,ও গণমাধ্যম কর্মীরা! এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন তোমরা আগামীদিনের ভবিষ্যৎ তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে।তোমরা এই প্রতিভাকে কাজে লাগিয়ে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আমি মনে করি।
সবক প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..