শেরপুর প্রতিনিধি: শেরপুরের বাজিতখিলা বাজার হতে গাজীরখামার বাজার পর্যন্ত সংযোগ সড়কের বাজিতখিলা বাজার হতে খরখরিয়া বাজার পর্যন্ত অংশে প্রায় ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের কার্পেটিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দারা। ওই রাস্তা নির্মাণে ব্যবহৃত বিটুমিন অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু স্থির চিত্র ও ভিডিও তে দেখা গেছে হাত দিয়ে টান দিলে খুব সহজেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। তারা জানান মাত্র ৮/১০ আগে এ রাস্তার কার্পেটিং করা হয়। আর কয়দিনেই রাস্তার এমন হাল। এখন বৃষ্টির জন্য কিছু রাস্তার কার্পেটিং বাকি রয়েছে।
মাহমুদুল হাসান সোহেল নামে একজন বলেন, ঠিকাদার রাস্তার ৬ নাম্বার কাজ করেছ। রুমান নামে একজন পোস্ট করেছেন, এটা রাস্তা নাকি তিলের খাজা। এছাড়া আরো এমন অনেক মন্তব্যে ফেসবুক ছেয়ে গেছে ।
এদিকে সরেজমিনে বাজিতখিলার মধ্যকুমরী পাঁচ রাস্তার মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয় জনতা হাত দিয়ে এসব কার্পেটিং উঠিয়ে দেখাচ্ছে।
এলজিইডি'র নিয়ন্ত্রণাধীন ওই রাস্তার নির্মাণ কাজের সার্বিক দায়িত্বে রয়েছে আকরাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আকরাম এন্টারপ্রাইজ এর কর্নধার আকরাম কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ দেখায়।
ওই বিষয়টি নিয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন যদি নিম্নমানের কাজ হয় তবে কার্পেটিং উঠিয়ে নতুন করে করা হবে।
বিষয়টি নিয়ে এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, বিষয়টি আমি দেখব।
এ জাতীয় আরো খবর..