স্বাধীনবাংলা,পটুয়াখালী প্রতিনিধিঃ রাজশাহী গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ দেলওয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে রক্তাক্ত করার প্রতিবাদে এবং জড়িত দুষ্কৃতকিারী ঠিকাদার লিটনগংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালীর গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গতকাল ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় গণপূর্ত কার্যাণয়ের সামনে সড়কে সম্প্রতি রাজশাহী গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে রক্তাক্ত করার প্রতিবাদে এবং জড়িত দুষ্কৃতকিারী ঠিকাদার লিটনগংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পটুয়াখালীর গণপূর্ত অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্যতম ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী তৈয়বুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী বদরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিব খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহীম সিকদার, সাধারন সম্পাদক মোঃ ফোরকান গাজী, বিভাগীয় হিসাব রক্ষক উত্তম কুমার সরকারসহ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
মানববন্ধনে অংশগ্রহনকারীরা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ দেলওয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে রক্তাক্ত করার ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদে ও নিন্দা জানিয়ে জড়িত দুষ্কৃতিকারী ঠিকাদার লিটনসহ জড়িত সকলের শাস্তি দাবী করেন।