এএসএম হারুন:
গত (১৩ জুলাই) শনিবার ভোরে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেলকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর বাস স্ট্যান্ড এলাকা থেকে ১৯ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস ও ড্রাইভারকে আটক করে র্যাব ৬, বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানান একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়া গোল চত্বর বাস স্ট্যান্ড যাত্রী ছাউনিতে মাদক বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে র্যাব'র একটি দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় র্যাব ধাওয়া করে ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেল (৩২) ও নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিন (৪২) কে আটক করে।
পরে মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে মাইক্রোবাস হইতে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ও মাদক পরিবহনকারী মাইক্রোবাসটি জব্দ করে হয়।
আবুল কালাম সোহেলকে র্যাব'র প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেন, মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেফতারকৃত আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেল ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও পতিতা ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীতে একাধিকবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও ক্ষমতার দাপট দেখিয়ে এরা রয়ে যায় ধোয়াছোঁয়ার বাহিরে। ১৫ জুলাই আবুল কালাম সোহেলকে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়।
এ জাতীয় আরো খবর..