×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৭-০১
  • ১০৪ বার পঠিত
আকাশ দাশ, বান্দরবান:
কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীতে পানির মাত্রা বাড়ায় পাশাপাশি পানির স্রোত বৃদ্ধি পেয়েছে। এতে বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম রেমাক্রি ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে নদীতে অতি মাত্রাতিরিক্ত পানি স্রোতে কারনে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। 

সোমবার (১ জুলাই) সকাল ১০ টায় থানচি উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকায় ডুবে দুই শিক্ষার্থীর নিখোঁজ বিষয়টি নিশ্চিত করেছেন থানচি তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা।

তারা হলেন- শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপি’র ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরা’র মেয়ে। অপরজন ফুলবাণী ত্রিপুরা (৯) একই পাড়ার নিলাপ্রু ত্রিপুরা’র মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ইঞ্জিন চালিত নৌকায় যোগে আজ সকালে ওই ইউনিয়নে হরিশ চন্দ্র পাড়া থেকে ৫-৬ জনের শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ঝিরিটির মাঝামাঝি পৌছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা কোনরকম সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও দুই জন শিক্ষার্থী পানি স্রোতে ভেসে নিখোঁজ হয়। এই রির্পোট লিখা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে বলে খরব পেয়েছি। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার লিডার পেয়ার মাহমুদ বলেন, দুর্গম এলাকা হওয়ার ঘটনা খরব পেতে ব্যাহত হচ্ছিল। তাছাড়া বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে যাওয়া সম্ভব হয়নি। কাল অভিযান পরিচালনা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat