মোঃ জসীম মিয়া, মাদারীপুর:
মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব মৃধা (৩৮) নামের এক যুবকের ডানহাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। আহত বিপ্লব মৃধা সদর উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে। সে বসুন্ধরা কোম্পানীর স্থানীয় ডিলার বলে জানা গেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ মাদারীপুর জেলা পরিষদের সদস্য নাইম খানের বাড়ি থেকে সিয়াম খান (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সিয়াম খান একই এলাকার আতিয়ার খানের ছেলে। এদিকে বিচ্ছিন্ন হাতের সন্ধানে বিভিন্ন বাসা বাড়ি ও চরমুগরিয়া মহাবিদ্যালয়ের পাশের পুকুরে তল্লাসী চালিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সাথে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ধরে বেশকিছুদিন আগে আকাশ খানকে কুপিয়ে আহত করে বিপ্লব মৃধার লোকজন। সেই ঘটনার প্রতিশোধ নিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিপ্লবকে চরমুগুরিয়া মহাবিদ্যালয়ের পাশে ডেকে নিয়ে যায়। পরে আকাশ খানের লোকজন কুপিয়ে ডানহাত বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন হাত নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। বিল্পবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর আড়াইশো' শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বিল্পবকে পঙ্গু হাসপালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি দা ও একটা ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
আহত বিল্পবের স্ত্রী লাবন্য আক্তার বলেন, আকাশ খান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এর কঠিন বিচার চাই
জেলার আড়াইশো' শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিল্পব মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার শরীরর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতরা সবাই পরপরই পালিয়ে গেছে। একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এদিকে বিচ্ছিন্ন হাত উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..