×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৯
  • ৪৯ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী): 
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় উপজেলা খাদ্য গুদাম। তবে এই দীর্ঘ বছরেও পণ্য ওঠানামা করতে তৈরি হয়নি জেটি। ফলে জাহাজ থেকে কাঠের পাটাতনের সিঁড়ি দিয়ে পণ্য নিয়ে ওঠানামা করতে হয় শ্রমিকদের। এখান থেকে প্রতি বছর প্রায় ১০ হাজার টন গম/চাল ওঠানামা করা হয়। এতে প্রতিনিয়ত নিরাপত্তাঝুঁকিতে থাকতে হয় তাদের।

নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত টেঁকসই জেটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খাদ্য বিভাগও দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত স্থায়ী জেটি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা খাদ্য গুদাম ঘাটে নোঙর করা আছে পণ্যবাহী জাহাজ। সেখানে সিমেন্টের স্লাবের ওপর কাঠের তক্তার পাটাতন দিয়ে কোনো রকম নির্মিত জেটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পণ্য ওঠানামার কাজ করছেন শ্রমিকরা। এতে তারা সর্বক্ষণ দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

বিষয়টি নিয়ে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সাথে কথা বললে তিনি জানান, খাদ্যগুদামটি পৌরসভার আওতাভুক্ত নয়। তাই তাদের পক্ষে কোনো প্রকল্প নেওয়া কঠিন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুল্লাহ বলেন, ‘শ্রমিকদের দুর্ভোগ ও ঝুঁকিমুক্ত করতে জেটিটি নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে স্থায়ী জেটি নির্মাণে কিছুটা সময় লাগতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat