নিজস্ব প্রতিবেদকঃ
কাশিমপুরের নবীটেক্সাটাইল এলাকায় স্বপনের নিয়ন্ত্রণে চলছে দেহ ব্যবসা বাঁধা প্রধানে বাড়ির মালিককে হুমকি থানায় অভিযোগ করেছেন আরিফ।
অভিযোগ সুত্রে জানা যায় মোঃ শাহ আলম (৫৫) পিতা-মৃত মকরম আলী, মোসাঃ মহেলা বেগম (৩৮) ভাতিজি মোসাঃ ফিরোজা খাতুন (১৮), পানিশাইল, নবী টেক্সাটাইল এর পশ্চিম পার্শে, আব্দুর রউফ (আরিফ) এর বাড়ীতে সেমিপাঁকা দুইটি রুম ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছিলো শহ-আলম,। সেখানে পুরুষ মানুষের যাতায়াত ছিলো বলে থানায় অভিযোগ করেছন বাড়ির মালিক।
এবিষয়ে বাড়ির মালিক আব্দুর রউফ আরিফ বলেন আমি দেহ ব্যবসায় বাঁধা প্রধান করলে আমাকে বিভিন্ন হুমকি সহ মামলার হুমকি দিচ্ছেন স্বপন গং। আমি এবিষয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
তবে এর আগে শাহ- আলম কাশিমপুর থানায় মারধরের একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । আর এঅভিযোটি মিথ্যা বলে দাবি করছেন মোঃ আরিফ।
জানা যায় এবিষয়ে কাশিমপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন দুই পক্ষ। দেহ ব্যবসার বিষয়ে স্বপনের কাছে জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
এবিষয়ে এডভোকেট মফিজুল ইসলাম মাসুম বলেন স্বপন একজন খারাপ প্রকৃতির লোক তিনি জমির কাগজ জালজালিয়াতি করা সহ তার ৬ টি স্ত্রী রয়েছে।
এবং তিনি এলাকায় মাদক ব্যাবসা সহ তার নিয়ন্ত্রণে এলাকায় চলছে দেহ ব্যবসা। আমরা এসকল ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এলাকাবাসী জানান আরিফ এর সাথে স্বপনের জমিজমা নিয়ে বিরোধ চলছে সেই সুবাদে শত্রুতা বসত হয়তো এই পাল্টা পাল্টি অভিযোগ গুলো হচ্ছে।
স্থানীয় প্রশাসন এ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমন টাই মনে করছেন সাধারণ মানুষ।
এ জাতীয় আরো খবর..