নিজস্ব প্রতিবেদক: কাজের সন্ধানে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আটকা পড়া এক পরিবারের ৫ জনসহ ৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত চেকপোস্ট দিয়ে শনিবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে তাঁরা দেশে ফিরেছেন।
ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাঁদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার আল-আমীন মিনা তার স্ত্রী কুলসুম বেগম, ছেলে রিফাত মিনা ও শিফাত মিনা এবং তার ভাই আহাদ মিনা। একই উপজেলার রাজু শেখ, মোহাম্মদ মোল্লা ও তার স্ত্রী নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার সুমি আক্তার এবং তাদের চার মাস বয়সী সন্তান সানজিদ মোল্লা, এবং নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার সাজেদা খাতুন। সাজা শেষে ত্রিপুরা রাজ্যের নরসিংগড় ডিটেনশন সেন্টারে অবস্থান করছিলেন।
সাজেদা খাতুন বলেন, ভালো কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতে যায়। পরে দালাল তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে সাজা ভোগ করে দুই বছর পর আজ দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে বলে জানায় সাজেদা খাতুন।
সীমান্তের শূণ্য রেখায় কথা হয় নড়াইল কালিয়া উপজেলার শিরিনা বেগমের সাথে।তিনি বলেন, আমার পরিবারের ৫ জন ২ বছর আগে দালালের মাধ্যমে কাজের সন্ধ্যানে ভারতে গিয়ে আটকা পরে। এরমধ্যে ২ ছেলে, এক ছেলের বউ, ২ নাতি রয়েছে। দীর্ঘ ২ বছর পর তাদেরকে ফেরত পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি যেন তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারি সেই কামনা করি।
ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কনসুলেট অফিসার মোঃ ওমর শরীফ সাংবাদিকদের বলেন, ১০জন বাংলাদেশিকে নিজ দেশে প্রত্যাবর্তন করেছি।তাদের ৭জন পূর্ণ বয়স্ক। তারা কাজের সন্ধ্যানে পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।তারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। ভারতের আদালতের মাধ্যমে তারা সাজা ভোগ করেন। বিষয়টি বাংলাদেশ হাই কমিশন জানতে পেরে আমরা সেখানে গিয়ে খোঁজ খবর নিই। তাদের নাম ঠিকানা বাংলাদেশে পাঠাই। দুই দেশের প্রক্রিয়া শেষে আজ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। সবমিলিয়ে তাদের কাটে দুই বছর।
এসময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের কনসুলার অফিসার মোঃ ইলিয়াস উদ্দিন, মোঃ ওমর শরীফ, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, বিএসএফ ত্রিপুরাস্থ ডেপুটি কমান্ড রাম নরেশ সিং, আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল মোমেন প্রমুখ।
এ জাতীয় আরো খবর..