তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে দোকানী মানিক মিয়া (৩২)কে হত্যার ঘটনায় প্রধান আসামী বাহাউদ্দীনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
আটককৃত বাহাউদ্দীন (৩৮) উপজেলা কানাইনগর গ্রামের প্রতিবেশী নায়েব আলীর ছেলে। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস সাংবাদিককে জানান, গোপন খবরের ভিত্তিতে তাকে উপজেলা জগতপুর ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে তিতাস থানায় বাহাউদ্দীনকে প্রধান আসামী ও তার ভাই জালালউদ্দিনসহ ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কানাইনগর গ্রামের নায়েব আলীর দুই ছেলে বাহাউদ্দীন ও জালালউদ্দীন, প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর মোখলেস ভূইয়ার ছেলে দোকানী মানিকের কাছে সিগারেট বাকী চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায় সে দিতে অপারগতা জানায়,এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মানিকের সাথে হাতাহাতি করে ঘরে চলে যায়। তার পর বাহাউদ্দীন ঘর থেকে দা হাতে,তার আপন ভাই জালালউদ্দীনকে সাথে নিয়ে এসে তাকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধাঁর মুখে ব্যর্থ হয়ে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি হাতে নিয়ে বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢুকে জালালউদ্দীন মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দীন ঘারে ছুরি মেরে হত্যা করে।
এ জাতীয় আরো খবর..