আকাশ দাশ, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন ইউনিয়নের কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কৃষক/নিবন্ধনকৃত কৃষক সমবায় সমিতিকে কৃষি সরঞ্জাম ও গরু (বকনা বাছুর) এবং বাগান চাষীদের মাঝে মিশ্র ফলদ চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় মন্ত্রী জনাব_বীর_বাহাদুর_উশৈসিং_এমপি। উপস্থিত ছিলানে জেলা পরিষদ এর চ্যয়ারমেন জনাব কে শৈ হ্লা বান্দরবান জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান , মুখ্য নির্বাহি কর্মকর্তা মাসুম বিল্লা ,পুলিশ সুপারের প্রতিনিধি সহ আরো অনেকেই উপস্থিত ছিলানে।
আজ (৮) জুন শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম এ জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন এইসময় বান্দরবান এর ৩৪ টি ইউনিয়নে প্রায় দের কোটি টাকা মুল্যের কৃষকের মাঝে পাওয়ার টিলার ,সেচ পাম্প, মিশ্র ফলজ চারা, কৃষি পন্য, মৌচাক ,বকলা বাছুর বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে, জনাব_বীর_বাহাদুর_উশৈসিং_এমপি ,বলেন কৃষক বাঁচলেই দেশের অর্থনীতি বাচবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের গুরুত্ব দেন তাই আধুনিক কৃষিযন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের কৃষকদের মান উন্নয়ন হচ্ছে।
এ জাতীয় আরো খবর..