এ,কে,এম আসাদুজ্জামান রানা পঞ্চগড়:
অন্যান্য জেলার নেয় পঞ্চগড় জেলায় বাড়ছে কিডনি রোগী।কিডনি রোগে আক্রান্ত রোগীর বেঁচে থাকার অন্যতম সহজ মাধ্যম ডায়ালাইসিস।
রোগীদের স্বল্প খরচে মানসম্মত ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে এসবিএফ সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে শনিবার (০১ লা জুন ২০২৪) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জনাব. নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম এনডিসি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, স্বাধীনতা চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সেন্টারের চিকিৎসক তেরেসা আফসানা তন্বী, ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান আরিফ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনায় ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এর হেড অফ অপারেশনস্ প্রকৌশলী আল-ইমরান সরকার। এসময় বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনী জটিলতা সহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হয়ে থাকেন। এতে রোগী দীর্ঘ পথে যাতায়াতে ভোগান্তি, আর্থিক ও সময় অপচয় সহ নানা হয়রানিতে পড়তে হয়। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের (সাবেক ক্যাডেট) উদ্যোগে স্বল্প খরচে মানসম্মত কিডনী ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড়সহ ২১ টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়াও আরো ০৫ টি জেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কার্যক্রম গ্রহন করেছে।
এ জাতীয় আরো খবর..