শায়েক আহমদ কক্সবাজার:
সৌদি আরবের ভিসা দেওয়ার জন্য স্টাম্পের মাধ্যমে তিন লক্ষ টাকা নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে খুরুশকুল তেতৈয়া ডেইলপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা কালা মিয়ার ছেলে নাছির উদ্দীন।
খোঁজ নিয়ে জানা যায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা মুহিদুল্লাহর কাছ থেকে স্টাম্পের মাধ্যমে তিন লক্ষ টাকা নিয়েছেন নাছির উদ্দীন।
স্টাম্পের সূত্র অনুযায়ী জানা যায় যে, গত ২১ শে এপ্রিল ২০২৪ খ্রীঃ তারিখে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়। চুক্তিনামায় উল্লেখ থাকে যে নগদ তিন লক্ষ টাকা সৌদি আরব যাওয়ার জন্য নাছির উদ্দীন কে প্রদান করেন মুহিদুল্লাহ। আরও উল্লেখ থাকে যে, সৌদি আরব গিয়ে আকামা হাতে পাওয়ার পর নাছির উদ্দীন কে বাকি তিন লক্ষ টাকা প্রদান করিবেন। সৌদি আরব পৌছার পর ১ মাসের থাকা-খাওয়া, কাজ দেওয়াসহ যাবতীয় খরচ নাছির উদ্দীন বহন করিবেন। যদি এই চুক্তিপত্র করার পর দুই মাসের মধ্যে সৌদি আরব নিতে ব্যর্থ হইলে নাছির উদ্দীন প্রদেয় (তিন লক্ষ) টাকা এবং বিভিন্ন ধরনের খরচ প্রদান করতে বাধ্য থাকিবেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মুহিদুল্লা বলেন আমাকে সৌদি আরব নেওয়ার কথা বলে স্টাম্পের মাধ্যমে নগদ তিন লক্ষ টাকা নিয়েছেন এবং মেডিকেল করিয়েছেন, পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করে। তারপর আমাকে আবার চট্টগ্রাম নিয়ে ভিসা সংক্রান্ত খরচ বাবদ আরও ষাট হাজার টাকা চাইলে আমি সেই টাকা চট্টগ্রাম যাই কিন্তু সে আমার সাথে আর দেখা করেনি। মুহিদুল্লা আরও বলেন আমার পাসপোর্ট টি এখন পর্যন্ত নাছির উদ্দীনের কাছে রয়ে গেছে। নাছির উদ্দীনের যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে একজন সাবেক জনপ্রতিনিধি কে এই বিষয়টি জানিয়েছি। তার এলাকাবাসী আমাকে বলেন নাছির উদ্দীন এমন প্রতারণা আরও অনেক মানুষের সাথে করেছে।
এমন অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাছির উদ্দীনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ জাতীয় আরো খবর..