সোহরাব বরগুনা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন বরগুনার আমতলী ও তালতলীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এতে নির্বাচনী ফলাফল ঘোষণায় আনারস প্রতীকে বিপুল ভোটে জয়ী হলেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি , সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোলাম ছরোয়ার ফোরকান।
৫ জুন (বুধবার) সকাল ৮ টা থেকে শুরু হয় বরগুনার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ, প্রশাসনের সার্বিক তৎপরতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত যথারীতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা প্রশাসন হলরুমে আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণাকৃত ফলাফলে আনারস প্রতীকের মনিরুজ্জামান মিন্টু, ২০ হাজার ৩৯৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার, প্রতীক ঘোড়া-১৮ হাজার ৪১৩ ভোট পান ও মোস্তাফিজুর রহমান, প্রতীক মোটর সাইকেল-৮ হাজার ৩৮৮ ভোট পান। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে গোলাম ছরোয়ার ফোরকান আনারস প্রতীকে ৩৭ হাজার ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এলমান উদ্দিন আহমেদ মোরটসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৮৯১ ভোট।
এ জাতীয় আরো খবর..