ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়ায় উপজেলা দুর্যোগ যেন মানুষের প্রতি মানুষের দায়িত্ব রায়েছে তা স্মরণ করে দিয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে বান বাসীদের জন্য। মুন্সিগঞ্জে গজারিয়ায় নিউ হোপ নামের একটি চীনা কারখানা এগিয়ে এসেছে একটাই লক্ষ নিয়ে বান বাসিদের পাশে দাঁড়ানো।
মঙ্গলবার সকালে বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে গজারিয়া উপজেলার বাউশিয়া এলকায় অবস্থিত নিউ হোপ ইন্ডাস্ট্রি থেকে পানি বন্দী পরিবার জন্য খাদ্য সামগ্রী নিয়ে তিনটি দলে বিভক্ত হয়ে রওনা হন।
প্রতিষ্ঠানটি খাদ্য, ঔষধ সামগ্রী নিয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, জেলায় কয়েক হাজার পরিবারের পাশে দাড়িয়েছেন। নিউ হোপ কামনা করে চীন বাংলাদেশের বন্ধুত্ব আর দীর্ঘজীবি হউক। মানব সেবায় মানুষ মানুষের জন্য প্রত্যয়ে নিয়ে বন্যা দূর্ঘত তিনটি জেলার বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী পৌঁছে দেন কোম্পানির প্রতিনিধি দল।
এ সময় নিউ হোপ প্রতিষ্ঠানটির সাউথ এশিয়ান ব্যবস্থাপক হে কোয়ানসু বলেন আমরা বন্যা কবলিত এবং কৃষকদের সহযোগীতা করেছি, যদিও আমরা যা করেছি সেই সংখ্যাটি যথেষ্ট নয়। কিন্তু আমরা বাংলাদেশর দূর্যোগ পূর্ণ সময়ে অংশ নিতে পেরেছি। বাংলাদেশের মানুষের এ দুর্যোগ কাটিয়ে উঠতে চীনা কোম্পানিসহ বাংলাদেশর কোম্পানি গুলো আরো বেশী এগিয়ে আসবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ খুব দ্রুত এই সঙ্কট কাটিয়ে উটতে পারবে, আমাদের কর্পোরেট হলো লাভবান খামারি ও ভোক্তার কল্যাণে কাজ করা। সুতরাং এই বন্যায় কৃষক এবং ভোক্তাও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা নিউ হোপের পক্ষ থেকে তাদের দুঃসময়ে এবং বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করা আমাদের দায়িত্ব মনে করেছি। তাছাড়া আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং একটি উন্নত জীবনযাপন কামনা করি।
এ জাতীয় আরো খবর..