নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি:
নালিতাবাড়ী উপজেলার রামচনদ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়ার আসিফ হোসেন। বাবার সাথে থাকতেন ঢাকার মিরপুরে। কাজ করতেন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি গুলিবিদ্ধ হয়ে হয়ে ভর্তি হন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সময়ে ঐদিন রাত সাড়ে ৯টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ নিয়ে আসা হয় নিজ গ্রামেই। আজ ২৫ আগষ্ট রবিবার তার গ্রামের বাড়িতে নিহত আসিফের পরিবারের পাশে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ীর নেতৃবৃন্দ। নিহত ঐ পরিবারের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী।
এসময় নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, নালিতাবাড়ী পৌরসভা আমির দীন মোহাম্মদ মাস্টার, অর্থ সম্পাদক আব্দুল মোমেন, শ্রমীককল্যান ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক নিহত আসিফের মা ফজিলা খাতুনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এ জাতীয় আরো খবর..