নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাচনী প্রচারনার অনুষ্ঠান থেকে স্থানীয় এমপিকে এলাকাছাড়া (বিতারিত)করার হুমকির প্রতিবাদে জেলা, শহর, গ্রাম সর্বত্র চলছে প্রতিবাদের ঝড়।এমনকি ওই হুমকি দাতার গ্রেফতারের দাবিও উঠেছে সর্বত্র।
এদিকে গত রোববার (১২ মে) সন্ধ্যায় জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটোর (আনারস) নির্বাচনী প্রচারণা সভায়,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। তার এমন কুরুচিপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ ও হুমকি প্রদানে ক্ষোভ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এরই প্রেক্ষিতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে ও রুহিয়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়। এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান খোকন, এ্যাড. শেখর কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, আ.স.ম গোলাম ফারুক রুবেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ জেলা শ্রমিক লীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবন্দ।
অন্যদিকে রুহিয়া থানায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া থানা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম সোহাগ, ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা, ২০ নং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্বপন চৌধুরী, আ'লীগ নেতা শরীফ হোসেন সরকার, দেলোয়ার হোসেন থানা যুবলীগের আহবাক শাহজালাল, থানা ছাত্রলীগ সভাপতি হেলাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একই দল আওয়ামীলীগের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো আনারস প্রতীকে, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতীকে, সদর উপজেলা কমিটির সহ সভাপতি রওশনুল হক তুষার ঘোড়া প্রতীকে ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন কাপ-পিরিচ প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
১টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও হিজরা ৪ জন।
এ জাতীয় আরো খবর..