নিজস্ব প্রতিবেদক: গতকাল ২২/০৪/২০২৪ বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যাজেনিং কমিটির বিদ্যুৎসাহী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাড়িতে যাওয়ার সময় পথে আটক করে বটেশ্বর গ্রামের বাসেদ মিয়ার স্ত্রী বিথী।
প্রধান শিক্ষক বাড়িতে যাওয়ার পথে মটর বাইক গতিরোধ করে মটর বাইক থামিয়ে বাইকের চাবি ছিনিয়ে নেয় এবং অনেক কুরুচিপূর্ন বাজে গালিগালাজ করে বাসেদ মিয়ার স্ত্রী বিথী।
সেই মহিলা মোটর বাইক আটকিয়ে একজন ব্যক্তিকে উল্লেখ করে কিছু মন্তব্য করে কথা বলেন, ব্যক্তিটির নাম হচ্ছে কিরন। প্রধান শিক্ষক কে উদ্দেশ্য করে বলেন, কিরনের কাছে থেকে প্রধান শিক্ষক নির্বাচনের জন্য তিন লক্ষ টাকা নিয়েছেন কথানুযায়ী কাজ না করায় তিনি প্রধান শিক্ষক কে সেই টাকা ফিরিয়ে দেবার দাবী জানায়।
অথচ বিদ্যালয়ের প্রধান এসব ব্যাপারে কিছু জানেন না, এভাবে আমাদের প্রানের বিদ্যাপীঠ বটেশ্বর অাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে লাঞ্ছিত করায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তীব্র নিন্দা ও ঘৃনা জানাই সেই সাথে এই মহিলার উপযুক্ত বিচার দাবী জানাই।
শুধু তাই নয় এই বাসেদ পরিবার সমাজে নানা অপকর্ম ও মন্দ কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জরিত। বর্তমানে যার মধ্যে ক্যাসিনো ব্যাবসা উল্লেখযোগ্য, এসব দেখার কেউ নেই বলে দিন দিন অপকর্মসমুহের মাত্রা বেড়ে যাচ্ছে তাছাড়া এইসব অপকর্ম গুলো তারা মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম ও ভাংগিয়ে খায় খাওয়ার চেস্টা করে।
এ জাতীয় আরো খবর..