নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পেয়েছেন। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, সততা ও কর্তব্য নিষ্ঠতার কারণে তিনি এ পদকে ভূষিত হন। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শান্ত ও নিরাপদ হিসেবে গড়ে তোলার ভূমিকাও এ পদক প্রাপ্তির পিছনে ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার এ পদক তুলে দেন। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মোট ৪০০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহেরও উদ্বোধন করেন।
পুলিশ সুপারের এই কৃতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের পুলিশ সদস্যরা আনন্দিত ও প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। তিনি জানান, পুলিশ সুপার মনে করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনসাধারণও এই কৃতিত্বের গর্বিত অংশিদার।
এ জাতীয় আরো খবর..