×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৮৮ বার পঠিত
ইমাম হোসাইন,তিতাস: কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন রামভদ্রা যুব কল্যান পরিষদের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩১মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার সাতানী ইউনিয়নের রামভদ্রা শাহী ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫টি মাদ্রাসার প্রায় ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এতে কোরআন ও হামদ নাতে সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন,চান্দিনা নবাবপুর দারুল ইহসান হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কারী মামুনুর রশিদ,কুমিল্লা তিতাস উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের পি.এস আবু জাফর ফারুকী, কলরব শিশুশিল্পী গোষ্ঠীর সদস্য মো: ওবায়দুল করিম। এর মধ্যে প্রধান বিচারক ছিলেন,চাঁদপুর কচুয়া দারুল হুদা তাহফিজুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী ইউসুফ আদনান।

সম্মানিত বিচারকদের সার্বিক তত্ত্বাবধানে কোরআন প্রতিযেগিতায় প্রথম স্থান অর্জন করেন,বুড়িচং উপজেলার কাবিলা বাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ফাহিম আহমেদ,দ্বিতীয় স্থান অর্জন করেছে তিতাস উপজেলার জামিয়া কারিমা সাগরফেনা মাদ্রাসার ছাত্র মোঃ জিহাদ, তৃতীয় স্থান অর্জন করেন,দড়িমাছিমপুর মাদ্রাসার ছাত্র মোঃ সাইম। এবং হাম ও নাতে প্রথম স্থান অর্জন করেন, তিতাস উপজেলার বন্দরামপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাইদুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন,মদিনাতুল উলূম মাদ্রাসার ছাত্র মাহাবুব,তৃতীয় স্থান অর্জন করেন,তিতাস উপজেলার কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র মো: ফাহাদ। 

এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে ২০,হাজার,দ্বিতীয় স্থান বিজয়ীকে ১০ হাজার,তৃতীয় স্থান বিজয়ীকে ৫ হাজার টাকা। এবং হামদ নাতে প্রথম স্থান বিজয়ীকে ১০ হাজার,দ্বিতীয় স্থান বিজয়ীকে ৫ হাজার, তৃতীয় স্থান বিজয়ীকে ৩ হাজার টাকাসহ ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়ার উদ্যােগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রামভদ্রা যুব কল্যান পরিষদ। অনুষ্ঠানে ৪জন অভিজ্ঞ বিচারক দ্বারা ৮১জন প্রতিযোগির মধ্য থেকে সেরা ৬জনকে বাছাই করে,বিজয়ীদের কে নগদ ৫৩হাজার টাকা ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় বাকি সকল অংশ গ্রহণকারীদের শান্তনামূলক যাতায়াত খরচ ও একটি করে পবিত্র কুরআন শরিফ হাতে তুলে দেন সংগঠনটির আয়োজকবৃন্দ ও অতিথিরা।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাদী ইব্রাহিম, সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক রিদয় আহমেদ,সাংগঠনিক সম্পাদক,সবুজ আহমেদ,সিনিয়র সভাপতি আলাল হোসেন,সহ সভাপতি লিটন আহমেদ, ছবির হোসন,নুর মোহাম্মদ,অর্থ সম্পাদক ইয়াকুব আলী ইফাদ,ক্রিড়া সম্পাদক ইউসুফসহ সংগঠনের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,হাজি কামাল হোসেন ফকির, আব্দুর রব মাস্টার  মোবারক হোসেন, নাজিম উদ্দীন খন্দকার (মেম্বার),কবির হোসেন,শাকিব খান শুভ,মনোয়ার খন্দকার, জুম্মন খন্দকার মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী,এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা ডঃ শাহাবুদ্দিন, দড়িকান্দি ভিশন ২৫ এর প্রতিষ্ঠাতা কাওসার আলম, এস এস টির সভাপতি তৌফিক ওমর,তিতাস সমাজ কল্যান সম্পাদক কাইয়ুম প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হুমায়ুন কবির সওদাগর,মাওলান ওমর ফারুক,হাফেজ ইয়াছিন হোছেন,মাওলানা নাছির খন্দকার,মাওলান হাসান মিয়াসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মিলাদ মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat