রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে, উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি, রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.জিল্লুল হাকিম।
এ সময় বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এম এ হান্নান মোল্লা, সহকারি কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (মনির) উপজেলা কৃষি কর্মকর্তা মো.রফিকুল ইসলাম সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ইউপি চেয়ারম্যানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
এ জাতীয় আরো খবর..