×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ১০১ বার পঠিত
সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়া -৩ কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টি দোকান  পুড়ে শতকোটি টাকা ক্ষতি হয় বলে জানান মার্কেট সমিতির সেক্রেটারি মোঃ মোশারফ।

রবিবার (২৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ডেমরা, আদমজী, নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ৪ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা সিআইডি।

রবিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান তিনি চিকিৎসা নিতে এসে ডিকেএমসির তিন তলায় রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা বিকট শব্দ করে বিদ্যুত চলে যায় এর কিছু সময় পর গাউছিয়া কাঁচাবাজার মার্কেটের পূর্ব পাশে তাকিয়ে আগুন দেখতে পাই। এসময় আমি ৯৯৯ এ ফোন করে আগুনের খবর জানাই। এর অল্প সময়ের মধ্যে আগুন, কাঁচাবাজারের ভেতরে ছড়িয়ে পড়ে টিন, হার্ডওয়ার, ওষুধ, মুদি মালামাল, তেল-মবিল, টায়ার-টিউব ও কাচাঁমালের দোকানসহ ১৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটিটাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে । আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat