আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় এলজিইডি কর্তৃক সড়ক উন্নয়ন ও জেলা পরিষদের ফুটব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আাছাদপুর ইউনিয়নের খোদেদাদপুর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শুক্রবার কবিরের বাড়ির মোড় থেকে কবরস্থান পর্যন্ত ৭৭৫মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন এবং একই এলাকার কালিদহর বিল সংলগ্ন মধুকুপি নদীর সংযোগ খালের ওপর জেলা পরিষদের উদ্যোগে ফুটব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-০২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ দুটি কাজের উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি মো. মাহবুব আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এসএম নজরুল ইসলাম, কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইফতেখার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, হোমনা সার্কেল এএসপি মো. মীর মহসীন মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, জেলা পরিষদ সদস্য মো. মকবুল হোসেন পাঠান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন প্রমুখ।
ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইয়াসিন এক্সপ্রেস ১ কোটি ২২ হাজার ৮৯৯ টাকা ব্যায়ে সড়ক উন্নয়ন কাজটি শুরু করেছে।
এটি আগামী ২০২৪ সালের ১৮ মার্চের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। অপরদিকে মেসার্স তারিকুল ইসলাম রিকু জেলা পরিষদ কর্তৃক ১৫ লক্ষ টাকা ব্যয়ে ৮মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের ফুটব্রিজটি নির্মাণ করছে।
এ জাতীয় আরো খবর..