মোঃ খোকন সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় দ্বায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশের দুই উপ পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে দিকে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক আল আমিন ও জালাল উদ্দিন। অপর দুই পুলিশ সদস্য হলেন- (কনস্টেবল) দোলন ও হালিম।
জানা যায়, সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকায় গত ২৬ জুন রাত ১০ টার দিকে নিফাজ উদ্দিনের বাড়ীতে ৪ টি গরু চুরি হয়। ওই রাতে একই গ্রামে রহিম উদ্দিনের বাড়ী থেকে আরো ৩ টি গরু চুরি হয়। এদিকে (২৮ জুন) বালিয়াটি ইউনিয়নে আলতাফ হোসেন নামের আরো এক কৃষকের বাড়ী থেকে দুটি গরু চুরি হয়। নিফাজ উদ্দিন বাদি হয়ে (২৮ জুন) অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারনে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন ও টহল পুলিশের দ্বায়িত্বরত এসআই আল আমিনসহ দোলন ও হালিম নামের দুই কনস্টেবলকে গত ১লা জুলাই রাতে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, উপজেলার তিল্লী ইউনিয়নে গরু চুরি ঘটনায় দ্বায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর আল আমিন, কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম ২৬ জুন রাতে তিল্লী ইউনিয়নে টহল ডিউটিতে ছিলো আর ঐ ইউনিয়নে ভিট অফিসার হিসেবে থাকার কারনে এস আই জালাল উদ্দীনকে সহ তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..