×
সদ্য প্রাপ্ত:
বিয়ের ছয় মাস পর গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজের প্রাচীর ভেঙে দখলে নিয়েছে দুর্বৃত্তরা ফ্লিকের বার্সেলোনায় মুগ্ধ মেসি দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের আওয়ামী লীগ মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে -অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত: কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই ময়মনসিংহ বিভাগীয় বইমেলা'র সমাপনীতে বিভাগীয় কমিশনার
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৬৬ বার পঠিত
ঝিকরগাছা প্রতিনিধি: পানির অপর নাম জীবন আর সেই পানি তেই বিষ মেশানোর ঘটনা ঘটেছে, এমনই এক ন্যাক্করজনক ঘটনার সাক্ষী হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং গদখালী ইউনিয়নের ২নং বোধখানা গ্রামের কয়েকটি বসতবাড়ির টিউবওয়েল, স্কুলের টিউবওয়েল, চায়ের দোকান ও হোটেলের ড্রামের পানিতে রাতের আধারে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। পানিতে আগেই বিষের অস্তিত্ব টের পাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বোধখানা গ্রামে পানি নিয়ে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (২৩ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

গ্রামবাসীরা জানান, গ্রামের চা-দোকানদার সাইদ হোসেনের দোকানে চুরি সংঘটিত করে অজ্ঞাত চোরেরা। ওই দোকানের বোতলে রাখা কীটনাশক বিষ নিয়ে বোধখানা মাধ্যমিক বিদ্যালয়, বোধখানা বাজারসহ বেশ কিছু টিউবওয়েল, কয়েকটি চায়ের দোকানের চা-কেটলি, হাড়ি, হোটেলের পানির ড্রাম ও বসতবাড়ির টিউবওয়েলে বিষ প্রয়োগ করে।
ওইসব টিউবওয়েলে লাল কাপড় বেঁধে বিপদ সংকেত দেওয়া হয়েছে। টিউবওয়েল থেকে সাদা রঙের পানি বের হচ্ছে। পানিতে বিষের গন্ধ।

চা-দোকানি সাবানা বেগম জানান, সেহরি খেয়ে পানি খাওয়ার জন্য টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছিলেন। টিউবওয়েলের পানিতে বিষাক্ত গন্ধ পান। পরিবারের সদস্য, প্রতিবেশীরা দেখেন টিউবওয়েল থেকে বিষাক্ত পানি উঠছে। শুধু তাই নয়, এ সময় তিনি দেখেন তার চায়ের দোকানের কেটলি এবং হাড়িতেও বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একে একে গ্রামবাসীর নজরে আসে অন্যান্য টিউবওয়েল, বসতবাড়ি, চায়ের দোকান ও হোটেলে বিষাক্ত কীটনাশক মিশ্রিত সাদা রঙের পানি। ফলে পিপাসা পেলেও পানি পান করার সাহস পাচ্ছেন না ওই গ্রামের বাসিন্দারা।

বোধখানা গ্রামের বাসিন্দা সাইফুর রহমান সাইফ বলেন, পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। চা-দোকানী সাবানা বেগম যদি বুঝতে না পারতো তাহলে বোধখানা গ্রাম আজ লাশের গ্রামে পরিণত হতো।

গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহমেদ বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তারা মানুষ না। তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মসজিদের মাইকে পানি পানে সতর্ক করা হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম আলী বলেন, বিষ প্রয়োগের ঘটনা শোনামাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat