নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিনজিরা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে শুক্রবার বিকেলে জিনজিরা বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে না রাখার অপরাধে একজন মুদি দোকানদার, দুইজন মুরগি ব্যবসায়ী ও একজন মাংস ব্যবসায়ীকে সর্ব মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ও সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনা বাজার মনিটরিং করার জন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কোন ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করতে দেওয়া হবে না। এজন্য বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ভূমি অফিসের নাজির ও আদালত বেঞ্চ সহকারি মজিবুর রহমান জয় ও মডেল থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ।
এ জাতীয় আরো খবর..